মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে সরকারি খাস জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা পুলিশ ফাঁড়ির পাশে এ অভিযান পরিচালনা করেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাবেল উদ্দিন খান।
অভিযানকালে সরকারি খাস খতিয়ানের জায়গায় স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দখল করে রেখেছিলেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে একাধিকবার নিষেধ করা হলেও তারা নির্দেশ অমান্য করেন।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাবেল উদ্দিন খান বলেন, “ধল্লা পুলিশ ফাঁড়ির পাশে সরকারি খাস জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে দখল করা হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করার পরও তারা না শুনলে আজ উচ্ছেদ অভিযান চালানো হয়। সরকারি জমি দখলের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।”