দেশ প্রতিক্ষণ, ঢাকা: ‘মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা’- এমন শিরোনামে দেশের কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তাতে খুব বিব্রত হন নায়িকা। খবরটিকে ‘ভুয়া’ বলে মন্তব্য করলেন তিনি। পূর্ণিমা বলেন, ‘একটি ভীষণ ভুয়া খবরের মুখোমুখি হলাম। মা হওয়া তো খুশির সংবাদ। এরকম হলে আমি নিজেই সবাইকে জানাতাম! ওই সংবাদ দেখে অনেক জায়গা থেকে আত্মীয় স্বজনরাও ফোন করছেন। তারা বলছেন, এমন আনন্দের খবর তাদের কেন আগে জানাইনি! একটি ভুয়া সংবাদের কারণে খুব খারাপ সিচুয়েশনে পড়লাম!’